সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে আলভারেজ
- আপডেট সময় : ০৫:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ৬৪৬ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার সিটির হয়ে সাফল্যমণ্ডিত দুই বছরে পথচলাটা থামিয়েই দিলেন হুলিয়ান আলভারেজ। আজ (সোমবার) প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।
ম্যানসিটি ছাড়লেও সিটি সব সময় হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে বলে জানিয়েছেন আলভারেজ। তিনি বলেছেন, ‘প্রচুর আবেগ নিয়ে অবিশ্বাস্য ক্লাবকে আজ বিদায় জানাচ্ছি।
দুই বছর আমার জন্য বিশেষ কিছু ছিল। এই সময় আমি একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে বেড়ে উঠেছি এবং প্রচুর শিখেছি।’
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ। সিটির হয়ে এ সময় ৬টি মেজর শিরোপা জেতেন তিনি।
অভিষেক মৌসুমে তো ট্রেবল জয়ের স্বাদও পেয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এ সময় সিটিজেনদের হয়ে ১০৬ ম্যাচ খেলে গোল করেছেন ৩৬টি। সিটিতে ম্যাচ কম খেলার সুযোগ পাওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
৬ বছরের চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আলভারেজ।
চুক্তি অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ১২১৫ কোটি টাকা পাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সদস্য। এতে করে একটা রেকর্ড গড়েছে সিটি। ক্লাবের সবচেয়ে দামি বিক্রীত খেলোয়াড় তিনি। এর আগে চেলসির কাছে ২০২২ সালে রাহিম স্টার্লিংকে বাংলাদেশি মুদ্রায় ৭৫০ কোটি টাকায় বিক্রি করেছিল সিটি।
আলভারেজদের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার দল আতলেতিকো মাদ্রিদও।
স্প্যাইডারম্যানের একটি ছবি দিয়ে নিজেদের সামাজিকম মাধ্যম এক্সে লিখেছে, ‘দুঃখিত, ডিজাইনার বর্তমানে ছুটিতে আছে।’ আলভারেজের ডাক নাম ‘লিটল স্প্যাইডার’ বলেই এমন কার্টুন তৈরি করেছে কোচ ডিয়েগো সিমিওনের ক্লাব।










