ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত সফর করে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৫৯৪ বার পড়া হয়েছে

সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই চীন থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুলাই) বেইজিং থেকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বুধবার চীনে স্থানীয় সময় রাত ১০টায় (ঢাকায় রাত ৮টা) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।’ বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর থেকে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাতে পারে বুধবার মধ্যরাতে।

চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল (প্রধানমন্ত্রী) লি শিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৮ জুলাই) বেইজিং যান।

সফরসূচি অনুযায়ী, ১১ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। কিন্ত, ঠিক কী কারণে সফরসূচিতে এমন পরিবর্তন হলো; তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বৈঠক ছাড়াও, একগুচ্ছ রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করেছেন। বুধবার দিনভর দ্বিপাক্ষিক বৈঠক এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারবেন সরকারপ্রধান।

সফরে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিবসহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংক্ষিপ্ত সফর করে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই চীন থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুলাই) বেইজিং থেকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বুধবার চীনে স্থানীয় সময় রাত ১০টায় (ঢাকায় রাত ৮টা) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।’ বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর থেকে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাতে পারে বুধবার মধ্যরাতে।

চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল (প্রধানমন্ত্রী) লি শিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৮ জুলাই) বেইজিং যান।

সফরসূচি অনুযায়ী, ১১ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। কিন্ত, ঠিক কী কারণে সফরসূচিতে এমন পরিবর্তন হলো; তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বৈঠক ছাড়াও, একগুচ্ছ রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করেছেন। বুধবার দিনভর দ্বিপাক্ষিক বৈঠক এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারবেন সরকারপ্রধান।

সফরে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিবসহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন।