পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ৫৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে সরকারি চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সামনে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়।
তাদের দাবি, ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। প্রায় ২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা।
এ সময় ১৫ দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
একই সঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানায় বিক্ষোভকারীরা।
মানববন্ধন শেষে চাকরিপ্রত্যাশীরা পিএসসির দক্ষিণ গেটের সামনে জড়ো হন। এ সময় তারা ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল চাই, বাতিল চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’ স্লোগান দিতে থাকেন।










